Site icon Jamuna Television

রাজবাড়ীর পাংশায় পুলিশকে ‘গু‌লি করে’ পালালো আসামি

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী পাংশার পাট্টায় মারামা‌রি মামলার আসামি ধরার সময় পু‌লিশকে গু‌লি করে পা‌লিয়েছে স‌জিব নামের এক আসামি। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পাংশা মডেল থানার ও‌সি মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন। বৃহস্প‌তিবার রাতে পাট্টার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সজীব যুবলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

পু‌লিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে পাংশার পাট্টার বিলপাড়ায় আগস্ট মাসের এক‌টি মারামা‌রি মামলার আসামি ধরতে যান পাংশা থানায় কর্মরত এসআই শাহরিয়ারসহ ৩ জন অ‌ফিসার। এ সময় ওই মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি সজিবকে এক‌টি মু‌দি দোকানের সামনে থেকে ধরতে গেলে সে দৌড়ে পা‌লিয়ে যাওয়ার সময় পু‌লিশকে লক্ষ্য করে গু‌লি ছুড়তে থাকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাংশা মডেল থানার ও‌সি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। তবে ওসির কাছে এই মামলার‌ বিস্তা‌রিত তথ্য জানতে চাইলে তিনি দিতে গ‌ড়িম‌সি করেন।

/এনকে

Exit mobile version