Site icon Jamuna Television

অ-১৯ এশিয়া কাপ: ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ১১৭ রান

ফাইল ছবি

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে এশিয়া কাপের সেমির টিকিট কেটেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিতেও সেই দাপট অব্যাহত রেখেছেন বোলাররা। ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে অলআউট করে দিয়েছে জুনিয়র টাইগাররা।

দুবাইতে টস জিতে আগে বোল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৭ ওভারেই থামে পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে মোহাম্মদ রিজাউল্লাহর ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে সাত ওভার বল করে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। মারুফ মৃথা শিকার করেন দুই উইকেট। এছাড়া, আল ফাহাদ ও দেবাশিষ দেবা নেন একটি করে উইকেট। পাকিস্তানের বাকি দুই ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউটে কাটে পড়ে।

ফাইনালে যেতে হলে জুনিয়র টাইগারদের ৫০ ওভারে করতে হবে ১১৭ রান। এটিকে সহজ লক্ষ্যই বলা যায়। টাইগার যুবারা ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত-শ্রীলঙ্কার মধ্যে বিজয়ী দলকে।

/এনকে

Exit mobile version