Site icon Jamuna Television

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে গেলো সন্তানরা, ৩ দিন পর উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলার একটি জঙ্গল থেকে সাকিব আলী সরদার নামে এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। তার সন্তানরা তিনদিন আগে তাকে জঙ্গলে ফেলে যায় বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধ সাকিব আলী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের সন্তানরা তাকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি. কে. বাড়ি নামক একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে রাজি হয়নি। পরে সন্তানরা তাকে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এরপর তিনদিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

/আরএইচ

Exit mobile version