Site icon Jamuna Television

‘জামায়াতে ইসলামীর ত্যাগের কারণে শেখ হাসিনার পতন হয়েছে’

নতুন বাংলাদেশকে আর বিপথগামী হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৬ ডিসেম্বর) মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ত্যাগের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন এই বাংলাদেশ ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়।

তিনি আরও বলেন, তার দল ক্ষমতার রাজনীতি করে না। তারা সাধারণ মানুষের ক্ষমতায় বিশ্বাস করে।

এসময় ৫ আগস্টের পর যারা নতুনভাবে চাঁদাবাজি-দখলবাজি করে চলেছে তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

/এমএইচআর

Exit mobile version