Site icon Jamuna Television

ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় আমাদের নেই: সারজিস

বগুড়া ব্যুরো:

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সাথে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সুযোগ থাকবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সার্জিস আলম। শহরের মালতীনগর এলাকায় শুক্রবার জুম্মা নামাজের আগে পারিবারিক এক আয়োজনে এসেছিলেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে নতুন বাংলাদেশের অগ্রগতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। 

সার্জিস বলেন, যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে ছিলেন, গত চার মাসে সেই স্বপ্নপূরণে বেশি অগ্রসর হতে পারেনি সরকার নানান কারণেই। বিশেষ করে এখনও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের থাকার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সময় লাগছে কিছুটা। 

দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে সার্জিস আলম বলেন, গত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না।

/এটিএম

Exit mobile version