Site icon Jamuna Television

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ মারা গেছেন। তার বয়েস হয়েছিলো ৯৪ বছর। শুক্রবার রাতে, পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ নিশ্চিত করেন মৃত্যুর খবর।

চলতি বছর এপ্রিলে, স্ত্রী বারবারা বুশের মৃত্যুর পরই, তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণেই হয়েছে সাবেক প্রেসিডেন্টের মৃত্যু।

১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত, মেয়াদে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইরাক যুদ্ধের খলনায়ক হিসেবেই তাকে চেনে গোটা বিশ্ব। তার নির্দেশে, তেলসমৃদ্ধ দেশটিতে অভিযান শুরু করে মার্কিন জোট।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবেও যখন যুক্তরাষ্ট ভেটো দেয়, তখন জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ছিলেন এই রাজনীতিক।

১৯৬৪ সালে, রাজনীতিতে প্রবেশের আগে তিনি ছিলেন টেক্সাসের একজন বিখ্যাত তেল ব্যবসায়ী। বৈমানিক হিসেবে তিনি অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

Exit mobile version