Site icon Jamuna Television

নওগাঁয় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ফাইল ছবি।

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।  

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটেও এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় জেলায় বেশি শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। 

এর আগে, গতকাল শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

/এমএইচ

Exit mobile version