Site icon Jamuna Television

এবার হোমসের সীমান্তে পৌঁছে গেছে সিরিয়ার বিদ্রোহীরা

আলেপ্পো ও হামার পর এবার সিরিয়ার কৌশলগত আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের সীমান্তে পৌঁছে গেছেন বিদ্রোহী গোষ্ঠীরা।

বিদ্রোহীদের নেতৃত্ব দেয়া দল হায়াত তাহরির আল শাম-এইচটিএস শুক্রবার টেলিগ্রামে প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় সরকারি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স।

সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের সীমান্তবর্তী শেষ গ্রামটিও দখলে নেয়ার দাবি করেছে এইচটিএস। রাস্তান ও তালবিসে দখলে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ওই দুই শহরের সাথে হোমসের সংযোগকারী সেতুটি রাতেই বোমাবার্ষণে গুড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিতে রাশিয়া-সিরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। আতঙ্কে শহরটি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। রওয়ানা দিয়েছে পশ্চিমের দিকে।

উল্লেখ্য, দামেস্কের সাথে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের সংযোগকারী শহর হোমস। হামা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে অবস্থান।

/এসআইএন

Exit mobile version