Site icon Jamuna Television

প্রয়োজনে আবারও জীবন বাজি রাখবো: সারজিস

গণঅভ্যুত্থানে নিহত ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চট্টগ্রাম গেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। সেখানে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করেন সারজিস। প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

শনিবার (৭ ডিসেম্বর) বন্দরনগরীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সহায়তা দেয়া হয়।

এসময় সারজিস জানান, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। ষড়যন্ত্র করছে নানামুখী। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে সারজিস বলেন, এখনও যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাচ্ছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট। যা সে এতো বছর লালন করেছে।

তিনি বলেন, এসব কীটদের যদি পাখা গজায় তাহলে আজ থেকে ৫ বছর পর তারা শহীদ পরিবারের উপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায় এ জন্য সচেতন থাকারও আহ্বান জানান সারজিস। বলেন, প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত।

/এটিএম

Exit mobile version