Site icon Jamuna Television

মানুষের টাকা ব্যাংকে কিন্তু ব্যাংকের টাকা বাইরে: পরিকল্পনা উপদেষ্টা

মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, বড় বড় অনেক কোম্পানির টাকা ব্যালেন্স শিটে আছে। কিন্তু প্রকৃত অর্থে দেশের ভেতর কোনো টাকা নেই।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস’র উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের মূখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিতে হবে। কর্মযজ্ঞে যেনো উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেয়ার তাগিদও দেয় সংস্থাটি। এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হতে হবে।

সেমিনার থেকে সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শও দেয় বক্তারা। এছাড়া আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

/এমএইচ

Exit mobile version