Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে আশঙ্কার কোন কারণ নেই: রফিকুল ইসলাম

নির্বাচন নিয়ে আশঙ্কার কোন কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সরকারি কর্মকর্তাগণের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় সকল বাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ আচরনের তাগিদ দিয়ে রফিকুল ইসলাম বলেন,  কোন প্রার্থী বা দলের পক্ষে মাঠ দখলের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিবেন।

Exit mobile version