Site icon Jamuna Television

আবারও লাখো কৃষকের বিক্ষোভে উত্তাল ভারত

আবারও লাখো কৃষকের বিক্ষোভে উত্তাল ভারত। কৃষি খাতে ঋণ মওকুফ, শস্যের মূল্যবৃদ্ধিসহ তিন দফা দাবিতে, বৃহস্পতি ও শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে চলে এ বিক্ষোভ।

আন্দোলনের অন্যতম অংশ ছিল পার্লামেন্ট সংলগ্ন সড়কে অবস্থান ধর্মঘট। আজ প্রেসিডেন্টের কাছে স্মারকলিপিও জমা দেবেন তারা। কৃষি খাতে চলমান সংকট নিয়ে আলোচনায় পার্লামেন্টে বিশেষ অধিবেশনেরও দাবি জানান কৃষকরা।

বিক্ষোভে একাত্মতা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ বিরোধী আর বামপন্থি দলের নেতারা। চলতি বছর এ নিয়ে চতুর্থবারের মতো বড় ধরনের কৃষক আন্দোলনের মুখে পড়লো বিজেপি সরকার।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এ আন্দোলন ক্ষমতাসীনদের ওপর চাপ বাড়াবে, বলছেন বিশ্লেষকরা।

দেড়শ’ কোটি মানুষের দেশটিতে অর্ধেক ভারতীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি খাতের সাথে জড়িত। অথচ ভারতের অর্থনীতিতে প্রবৃদ্ধির মাত্র ১৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ আর ত্রুটিপূর্ণ সরকারি নীতির কারণ, গেলো দু’দশকে দেশটিতে আত্মহত্যা করেছেন ঋণে বিপর্যস্ত ৩ লাখের বেশি কৃষক।

Exit mobile version