Site icon Jamuna Television

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলো জ্যোতি-ফারজানারা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে আইরিশরা। জবাবে মাত্র ৮৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় আইরিশ মেয়েরা। ১৮ বলে ১৪ রান করা গ্যাবি লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হন।  

আইরিশদের রান মূলত বাড়ান ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলেনি। ২৫ বলে ৩২ রান করে ওরলা ও ২৫ বলে ৩৫ রান করে আউট হন লরা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদা।  

নির্দিষ্ট রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে প্রথম চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন শারমিন আক্তার। তাদের জুটি ভাঙার পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। পরের ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারে তারা। ৪৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। ২১ বলে ২০ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাটে।

আইরিশদের হয়ে ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওরলা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিও হারায় সিরিজ হারাতে হয়েছে জ্যোতির দলের।

/এমএইচআর

Exit mobile version