Site icon Jamuna Television

লিটনের ফিফটি, সেঞ্চুরির অপেক্ষায় মাহমুদউল্লাহ

সকালে দ্রুত ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে তার বিদায়ের প্রভাব বিন্দুমাত্র টের পেতে দিচ্ছেন না লিটন দাস। স্বাচ্ছন্দে খেলছেন তিনি। সোজা ব্যাট চালাচ্ছেন। এখন পর্যন্ত পরাস্ত হওয়ার আলামত পাওয়া যায়নি। রানের ফোয়ারা ছুটিয়ে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। এটি তার টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি।

প্রথম সেশন শেষে এখন পর্যন্ত ৬ উইকেটে ৩৯২ রান করেছে বাংলাদেশ। লিটন ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন। এর ৩৮ রানই এসেছে চার (৮টি) ও ছক্কা (১টি) থেকে। অপরপ্রান্তে টেস্ট ক্যারিয়ারে ১৬তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৮০ রান নিয়ে ক্রিজে আছেন। এ পথে মাত্র ৫টি চার হাঁকিয়েছেন মিস্টার কুল। এখন চলছে মধ্যাহ্ন বিরতি।

প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম ইনিংসে ৪০০ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যাবে। সেই প্রত্যয় নিয়ে ব্যাটিং শুরু করেন তারা। ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটিং স্তম্ভ।

স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। দারুণ খেলছিলেন তিনি। রীতিমতো প্রতিপক্ষ বোলারদের শাসাচ্ছিলেন। তবে হঠাৎই খেই হারান। কেমার রোচের বলে গালিতে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন স্বাগতিক অধিনায়ক । ফেরার আগে ৬ চারে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাতে মাহমুদউল্লাহর সঙ্গে ভাঙে তার ১১১ রানের জুটি।

Exit mobile version