Site icon Jamuna Television

বলিউড অভিনেতা রাজপালের তিন মাসের জেল

বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের জেল দিয়েছেন ভারতের একটি আদালত। শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সাহাই এডলা এ রায় দেন।

পুলিশি হেফজতে নেয়ার পর তাকে তিহার জেলে রাখা হবে। চলচ্চিত্র নির্মাণের কথা বলে মুরলি প্রোজেক্ট নামের সংস্থা থেকে ২০১০ সালে অভিনেতা রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।

শর্ত ছিল ২০১১ সালের ৩০ জুনের মধ্যে আট কোটি টাকা ফেরত দেবেন তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

কিন্তু শর্ত অনুসারে ওই টাকা তারা ফেরত দেননি বলে অভিযোগ তোলে ওই সংস্থা। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার ওই রায় দেয় উচ্চ আদালত।

Exit mobile version