Site icon Jamuna Television

দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট, রাজধানীতে বিদ্রোহীদের প্রবেশ

বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তিনি দামেস্ক ছেড়ে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দেশটির রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে বিদ্রোহীরা।

রোববার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এরইমধ্যে রাজধানী ঘিরে কয়েকটি উপশহরের নিয়ন্ত্রণও নিয়েছে এইচটিএস যোদ্ধারা।

গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও বর্তমানে কোথাও প্রতিরোধের কোনো লক্ষণ দেখা যায়নি। প্রায় বিনা বাধাতেই এগিয়ে চলছে সশস্ত্র বিদ্রোহীরা। এছাড়া কয়েকটি কারাগার থেকে কয়েদিদের বের করে আনার খবরও শোনা যাচ্ছে।

সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, আসাদ আল বাশার একটি উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন। তবে তার গন্তব্য জানা যায়নি। অন্যদিকে বিদ্রোহীরা জানিয়েছেন, তারা দামেস্কে ঢুকে পড়েছেন। সেখানে কোনো সেনা মোতায়েন নেই।

এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও তিনটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের কথা জানায় তারা।

প্রসঙ্গত, দেরা, সোয়েইদাসহ সবগুলো অঞ্চলই দামেস্ক ঘিরে। দক্ষিণের বেশিরভাগ এলাকা থেকে সরে গেছে সিরীয় সেনারা। যদিও তা অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/এমএইচ

Exit mobile version