Site icon Jamuna Television

আলেপ্পোতে বাশারের বাবার ভাস্কর্যের ওপর দাড়িয়ে উল্লাস করছে সিরিয়ানরা

সিরিয়ার আলেপ্পোতে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের ভাস্কর্যের ওপর দাড়িয়ে উল্লাস করছে সিরিয়ানরা। স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছেন এমন খবরের খুশিতে হাফেজের ভাস্কর্য ভেঙে, সেটির ওপর দাড়িয়ে স্বাধীন হবার অনুভূতি প্রকাশ করছে সিরিয়ানরা। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভাস্কর্য ভেঙে আনন্দে বিদ্রোহীদের মধ্যে কেউ কেউ তুলছেন ছবি। সেই সাথে, কেউ কেউ গাইছেন গান। এছাড়াও কেউ দিচ্ছেন স্লোগান।

সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। রোববার (৮ ডিসেম্বর) সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় দামেস্ক শহরে। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বাবা হাফেজ আল-আসাদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হাফেজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়া শাসন করেছিলেন। এরপর তিনি মৃত্যু বরণ করেন।

এরপর ২০০০ সালের জুলাইয়ে প্রাক্তন মেডিকেল ছাত্র বাশার আল আসাদ বাথ পার্টির নেতা হিসেবে প্রেসিডেন্ট হন। সেই সাথে, সামরিক বাহিনীর কমান্ডারও হন তিনি।

এগারো বছর পর, যখন সিরিয়ানরা গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছিল, তখন আল-আসাদ প্রচণ্ড ক্র্যাকডাউন দিয়ে প্রতিক্রিয়া জানায়। প্রতিরোধ গড়তে আরও বেশি সিরিয়ানরা বিক্ষোভে যোগ দেন। যারাই সেই বিক্ষোভে যোগ দিয়েছিলো, তাদেরকেই “সন্ত্রাসী” হিসাবে লেবেল করতেন বাশার। ফলে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়।

/এআই

Exit mobile version