Site icon Jamuna Television

আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ মাইনাস করতে পারবে না: ফখরুল

আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ ছাড়া কেউ বিএনপিকে মাইনাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের তিনি আরও বলেন, তারেক রহমানের এখনো কিছু আইনি জটিলতা আছে, তাই দেশে যেতে একটু সময় লাগবে। তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতোদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি মহাসচিব।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দেবে। ক্ষমতায় গেলে ভারতের সাথে পররাষ্ট্রনীতি কী হবে- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে। তবে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত মানা হবে না।

/এটিএম

Exit mobile version