Site icon Jamuna Television

বিএনপি’র বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে সরকার: রিজভী

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি’র বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে সরকার। এমন দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ভোটারের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চলছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, সরকার নিজেদের দুঃশাসন ও পুলিশের অনাচার ঢাকতেই এই মিথ্যে প্রচারণা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এখনও গ্রেফতার ও গায়েবি মামলা অব্যহত রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

Exit mobile version