রাজধানীতে ২০০৮ সালের বিধিমালা মেনে রাস্তা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয়ার দাবি জানিয়েছে ঢাকার একদল ভূমি মালিক। এসময় তারা ঢাকার সব রাস্তাকে কমপক্ষে বিশ ফুট প্রশস্ত করার দাবি জানান।
আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ড্যাপ দ্বারা ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমি মালিক’ ব্যানারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপকে সংশোধনের দাবি জানিয়ে তারা জানান, ২০২২ সালে ড্যাপে বেশিরভাগ জায়গাকে অপরিকল্পিত উল্লেখ করে পাঁচ তলার বেশি ভবন নির্মাণের অনুমোদন দেয়া হচ্ছে না। ভবনের উচ্চতা কমে যাওয়ায় জলাশয়, খাল ভরাটের মাত্রা বেড়ে গেছে বলেও দাবি করেন তারা। পাশাপাশি, ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।
ভূমি মালিকরা অভিযোগ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের অবৈধ লেনদেন ও হয়রানির কারণেও অনেকে ভবন নির্মাণের অনুমোদন পাচ্ছেন না। এসব বন্ধের দাবিও জানান তারা।
উল্লেখ্য, আজকের সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি জানিয়েছে ভূমি মালিকদের এই প্ল্যাটফর্ম।
/এএম
Leave a reply