Site icon Jamuna Television

চারদিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেলের স্টেশন বন্ধ থাকবে।

আজ রোববার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থার জন্যে আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের বৈঠকে সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। ৩১ ডিসেম্বর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে বছরের শেষ দিন। সেদিন রাতে নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব করা হয়, যা ‘থার্টি ফার্স্ট নাইট’ নামে পরিচিত।

/এএম

Exit mobile version