Site icon Jamuna Television

পল্লবীতে বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ২

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর পল্লবী থানার মাদ্রাসা ক্যাম্প এলাকায় বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে হাত-পা-মুখ বেঁধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বিকে (২১) আটক করেছে পল্লবী থানা পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন। 

আটককৃতরা হলেন– মূল অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বি (২১)।

ভুক্তভোগী ওই কিশোরী জানান, আমি বাসাবাড়িতে কাজ করি। সকাল দশটায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক যুবক আমাকে কাজ দেয়ার কথা বলে একটি বাসায় নিয়ে যায়। আমাকে জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করে। পরে আমার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়।

জানা গেছে, অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে মিরপুর পূরবী এলাকায় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় পর্যন্ত সেখানে পুলিশ না যাওয়ায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি নেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এসআই আলাউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর ও তার সহযোগী ফজলে রাব্বিকে আটক করে থানায় নিয়ে আসি। আটক দুজনের জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএম

Exit mobile version