Site icon Jamuna Television

শিরোপা জয়ে অনূর্ধ্ব-১৯ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৮ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়। 

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে, ট্রফি জয়ে বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলো টাইগার যুবারা। ফাইনালের মহারণে বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ভারতের ইনিংসের সমাপ্তি হয় ১৩৯ রানে। ৫৯ রানে ম্যাচ জেতে আজিজুল হাকিমরা।

/এএম

 

 

Exit mobile version