Site icon Jamuna Television

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জের বাবনপুরে অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ফাউন্ডেশনের উদ্বোধন করেন।

রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. লুৎফর রহমান, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, আবু সাঈদের ভাই ও শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আবু হোসেন প্রমুখ।

এর আগে, অতিথিরা আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম ও অসহায়দের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

/এএম  

Exit mobile version