Site icon Jamuna Television

নির্বাচনে সহিংসতা ছড়াতে দেশি বিদেশি কয়েকটি সংস্থা সক্রিয়: মনিরুল ইসলাম

গুজব বা অপপ্রচার চালিয়ে জাতীয় নির্বাচনে সহিংসতা ছড়ানোর জন্য দেশি বিদেশি বেশ কয়েকটি সংস্থা সক্রিয় বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সকালে রাজধানীর সেগুন বাগিচায় একটি রেস্টুরেন্টে আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

‘জাতীয় নির্বাচন: গুজব, সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিলে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। গুজব ঠেকাতে, ঘটনাস্থলের সঠিক সংবাদ দ্রুত পরিবেশন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান তারা।  পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও আরও বেশী দায়িত্বশীলতার পরিচয় রাখার উপরও গুরুত্ব দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য গুজব একটি বড় চ্যালেঞ্জ। এটি ঠেকাতে আলাদা মনিটরিং সেলসহ বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Exit mobile version