Site icon Jamuna Television

আসাদের পতনে সিরিয়ায় অনুপ্রবেশ ইসরায়েলি সেনাদের

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরীয় ভূখণ্ডের বেশকিছু এলাকায় অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলআবিব।

ইসরায়েলি সেনাদের দাবি, সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী বাফার জোনে মোতায়েন করা হয়েছে স্থল বাহিনীর অতিরিক্ত সদস্য। যারা কাজ করছে ইসরায়েলের সেনা, নৌ আর বিমান বাহিনীর সাথে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা, দখলকৃত পশ্চিম তীর, লেবাননের পর এবার সিরিয়া ফ্রন্টেও যুদ্ধ করবে তেলআবিব। এর আগে রাজধানী দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। ধ্বংস করা হয় রাসায়নিক অস্ত্র কারখানাগুলো। বিদ্রোহীদের হাতে যাতে কোনো রাসায়নিক অস্ত্র না পৌঁছায় এজন্যই করা হয়েছে হামলা, দাবি ইসরায়েলি বাহিনীর।

উল্লেখ্য, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আসাদ পরিবার। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ২০০০ সালে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন বাশার আল আসাদ। রোববার সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। এতে সিরিয়াতে আসাদ পরিবারের অর্ধশতকের রাজত্বের অবসান হলো।

/এসআইএন

Exit mobile version