Site icon Jamuna Television

বাশারের বাবার ভাস্কর্যের ওপর পা দিয়ে উল্লাস করছে বিদ্রোহীরা, হাতে একে-৪৭

সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। অবশেষে, রোববার (৮ ডিসেম্বর) সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় দামেস্ক শহরে। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি।

এদিকে, ‘স্বৈরশাসক’ বাশার আল আসাদ-কে উৎখাতের জেরে দেশটিতে চলছে উৎসব। অনেকেই বলছেন, বাশারের অত্যাচারের অবসান হয়েছে। তবে বাশার আল আসাদ-কে উৎখাতের পরে বেশ কিছু ঘটনাও ঘটেছে। প্রথমত, ২৪ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদে ঝাঁপিয়ে পড়েছে দেশটির নাগরিকরা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে লুটপাট ও ভাঙচুর করেছে তারা।

আসাদের দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে সাধারণ মানুষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তারা অবাধে নানা সামগ্রী একেবারে ‘আপন মনে করে’ তুলে নিয়ে যাচ্ছেন!

কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বড় ব্যাগ নিয়ে এসে সাধারণ মানুষ প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তার ব্যবহারের বিভিন্ন শৌখিন জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে আসাদের ব্যবহারের কলম, ঘড়ি, তার স্ত্রীর জুতা, প্রসাধনীও রয়েছে সেই তালিকায়।

দ্বিতীয়ত, সিরিয়ার আলেপ্পোতে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের ভাস্কর্যের ওপর দাড়িয়ে উল্লাস করছে সিরিয়ানরা। স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছেন এমন খবরের খুশিতে হাফেজের ভাস্কর্য ভেঙে, সেটির ওপর দাড়িয়ে স্বাধীন হবার অনুভূতি প্রকাশ করছে সিরিয়ানরা।

তৃতীয়ত, বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের ভাস্কর্যের মাথাটি পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। সেই মাথার ওপর পা দিয়ে বাশার মুক্ত স্বাধীন সিরিয়ার ইঙ্গিত দিচ্ছে বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে একটি ভিডিওতে দেখা যায়, একজন বিদ্রোহী হাফেজ আল আসাদের ভাস্কর্যের মাথাটির ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। তার হাতে রয়েছে রাশিয়ান আগ্নেয়াস্ত্র কালাশ-নিকভ কিংবা একে-৪৭।

/এআই

Exit mobile version