Site icon Jamuna Television

বাংলাদেশে ঘুরতে এসে ভারতীয়রা বললেন— কোনো খারাপ পরিস্থিতি দেখছি না

জাহিদ হাসান:

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চালানো হচ্ছে নানা অপপ্রচার। তুলে ধরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের অসত্য তথ্য। তাতে বহিঃর্বিশ্বে সুনাম ক্ষুণ্ন হচ্ছে ঢাকার।

এর মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসা-যাওয়া করছেন শত শত ভারতীয় নাগরিক। তাদের কেউ আসছেন স্বজনের বাড়িতে বেড়াতে, কেউ-বা ব্যবসা-বাণিজ্যের কাজে। কেমন বাংলাদেশ দেখছেন তারা, যমুনা টেলিভিশন শুনেছে তাদের ঘুরতে আসার অভিজ্ঞতার কথা।

সনাতন ধর্মাবলম্বী এক নারী জানালেন, তিনি প্রায় ২ মাস বাংলাদেশে থেকেছেন। আত্মীয়-স্বজন সবাই ভালো আছে। কোনো সমস্যা নেই এখানে।

আরেক নারী আজ ফিরে যাচ্ছেন ভারতে। তিনি বলেন, গত ২৮ দিন থেকেছি বাংলাদেশে। কোনো অত্যাচার, সমস্যা হয়নি।

আরেক যুবক নাটোরে মামা ও ফুফির বাড়িতে ঘুরতে এসেছিল। তার মতে, খারাপ কোনো পরিস্থিতি দেখেননি বাংলাদেশে।

ভারতীয় এক দম্পতির ছেলে-মেয়ে বাংলাদেশে পড়াশোনা করছেন। ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন তারা। তবে বাংলাদেশে এসে তাদের সেই সংশয় কেটে গেছে বলে জানিয়েছেন। বলেছেন, ছেলে-মেয়ে দু’জনকে জিজ্ঞেস করলে ওরা বলেছে সবকিছু স্বাভাবিক।

ভারত থেকে বাংলাদেশে আসা আরেকজন মধ্যবয়স্ক লোক জানালেন একটু ভিন্ন গল্প। আসার আগে তাকে সবাই সর্তক করেছিলেন। তাকে বলা হয়েছিল, এই দেশে এলে হিন্দু বলে তাকে মারবে, কিন্তু এখানে এসে দেখলেন ভিন্ন পরিস্থিতি।

আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে আসার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের জন্যও বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক। পণ্য নিয়ে স্থলবন্দরে ট্রাকের চালক-সহকারীদের আসা-যাওয়া তো নিয়মিত। তারাও বলছেন, বাংলাদেশে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না তাদের। পরিচিতজনদেরও নেই কোনো অভিযোগ।

ব্যবসা-বাণিজ্যের জন্য নিয়মতি বাংলাদেশে আসতে হয় এমন একজন বললেন, এখানে যাতায়াত করতে করতে সবাই ভাই ভাইয়ের মতো হয়ে গেছি। খারাপ ব্যবহার কেউ কখনো করে না।

অন্য আরও একজন বলেন, নিঃসন্দেহে ভালো মতো ব্যবসা-বাণিজ্য হচ্ছে। কোনো প্রভাব পড়ছে না।

এদিকে, বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাওয়া-আসা আগের তুলনায় অনেকে কমেছে।

/এসআইএন/এমএন

Exit mobile version