Site icon Jamuna Television

দিল্লিতে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

ইমেইলের মাধ্যমে নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এমন খবর পেয়ে নয়াদিল্লির স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। স্থানীয় সময় সোমবার সকালে, দিল্লির যে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও রয়েছে। হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর পাশাপাশি পুলিশকেও জানানো হয়।

গণমাধ্যম এনডিটিভি’র তথ্য অনুযায়ী, ওই ইমেইল অনুযায়ী, রোববার রাত ১১ টা ৩৮ মিনিটে ওই ইমেইলটি পাঠানো হয়েছিলো। ইমেইলে দাবি করা হয়েছে, “স্কুলের ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট। তবে সেগুলোকে খুব ভালোভাবে লুকানো আছে। এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। বোমার কারণে সকলেই কষ্ট পাবেন এবং অঙ্গ হারাবেন।”

তবে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। ইমেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, সেই অ্যাড্রেস দিল্লি পুলিশ তদন্ত করছে। সেই সাথে ইমেইল প্রেরককেও খুঁজছে তারা। ইতোমধ্যে, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশসহ দমকল কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

/এআই

 

Exit mobile version