Site icon Jamuna Television

দেখা নেই সূর্যের, চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গায় আজ সারাদিন দেখা মেলেনি সূর্যের। ভর দুপুরেও সন্ধ্যার আবহ বিরাজ করছে। সেই সাথে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণে। তবে গত কয়েকদিনের তুলনায় তামপাত্রা কিছুটা বেড়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। দিনমজুরদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তীব্র শীতে উষ্ণতা খুঁজতে খরকুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন অনেকে। অনেকে ভিড় জমিয়েছেন পুরাতন কাপড়ের দোকানে। শীত থেকে রক্ষা পেতে তারা নানা উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, চলতি সপ্তাহের বাকি দিনগুলো আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এসময় বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা কেটে গেলে ধীরে ধীরে তামপাত্রা আরও কমবে।

/এনকে

Exit mobile version