পাবনা করেসপনডেন্ট:
পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী শিমুল মালিথা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিমুল হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে পাবনা সদর উপজেলার চর-ঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। সন্ধ্যা ৭টার দিকে মাহফিলের প্যান্ডেলের বাইরে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিঘাতের ঘটনা ঘটে। এতে শিমুল (২১) কাওসার (১৯) ও দিসার আলী (২০) আহত হয়। আহত তিনজনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিমুল মারা যায়। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিমুল পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে। ঘটনার পর পুলিশ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, চর ঘোষপুর সরদার পাড়ার মৃত জলিল সরদারের ছেলে খলিল (৫৫) একই গ্রামের জালালের ছেলে শান্ত (২৫) ও রহিম উদ্দিনের ছেলে মিঠু (৩০)।
/এএস
Leave a reply