Site icon Jamuna Television

মূল্য সহনীয় রাখতে কয়েকটি পণ্যে শুল্ক ছাড় দিলেও সুফল মিলছে না: এনবিআর

মূল্য সহনীয় রাখতে বেশ কয়েকটি পণ্যে শুল্ক ছাড় দিয়েছে এনবিআর। তবে তার পুরোপুরি সুফল মিলছে না বলে স্বীকার করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি জানান, বাধা হয়ে সামনে এসেছে বাজার সিন্ডিকেট। ভ্যাট দিবস নিয়ে ব্রিফিং-এ মূসক ফাঁকিবাজদের ধরতে নিবিড় তদারকির ঘোষণা দেয়া হয়।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এনবিআর ভবনে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের মধ্যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। তবে, সকলেই নিয়মিত ভ্যাট পরিশোধ করছে না। কর ছাড় সুবিধা পেয়ে আসছে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এক্ষেত্রে অতিরিক্ত ছাড়ও দেয়া হয়েছে। যাচাই বাছাই করে সুবিধা কাটছাঁট করা হবে।

ব্রিফিং-এ বলা হয়, নিশ্ছিদ্র ভ্যাট ব্যবস্থা চালু করতে স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থা চালুর দিকে জোর দিচ্ছে এনবিআর। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পালন করা হবে ভ্যাট দিবস। এবারের প্রতিপাদ্য ‘ভ্যাট দিব জনে জনে , অংশ নিব উন্নয়নে’।

/এএস

Exit mobile version