Site icon Jamuna Television

হত্যা মামলায় মাদারীপুর জেলা আ. লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্নামাত হত্যা মামলায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে‘কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে মাদারীপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত নিহত হন। পরে, রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান গত ২৫ আগস্ট রাতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, কাজলকে বিসিক শিল্পনগরী থেকে দুপুরে গ্রেফতার করা হয়। তাকে তাওহীদ সন্নামাত হত্যা মামলায় আদালতে পাঠানো হবে।

/এসআইএন 

Exit mobile version