Site icon Jamuna Television

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নোটিশ: প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে দেয়া কারণ দর্শানো নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে  বিক্ষোভকারীরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত ভিসি শামসুর রহমান অবাধে নিয়োগ বাণিজ্য করে যাচ্ছিলেন। তার প্রতিবাদ করে বক্তব্য দেয়ায় অন্যায়ভাবে নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে হয়রানি করা হচ্ছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

যমুনা অনলাইন:  এইচএস/টিএফ

Exit mobile version