Site icon Jamuna Television

এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরলো যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় পা রাখে যুবা টাইগাররা।

আগের দিন ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে নাস্তানাবুদ করেছিল আজিজুল হাকিমের দল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় করে বাংলাদেশের তরুণ তুর্কিরা।

এর আগে, গত আসরে সেমিফাইনালে ভারত এবুং ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ যুবা ক্রিকেট দল।

এদিকে, ইতোমধ্যে চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

/এএম


Exit mobile version