Site icon Jamuna Television

কেন্দ্রীয় সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা এই হামলার প্রতিবাদ জানান, দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সারাদেশে আওয়ামী লীগের দোসররা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয়।

এ সময়, বিশ্ববিদ্যালয়ে ১৪, ১৫, ১৭ জুলাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে কামরুল আহসানের অবস্থা নুরুল আলমের মতো করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক আওয়ামী লীগের পক্ষ নিয়ে এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলো তাদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়।

/এএস

Exit mobile version