Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের বিমানবন্দরে ক্রিসমাস গিফটের ব্যাগ ২ মিলিয়নের মাদক আটক

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে ক্রিসমাসের উপহার দিয়ে আত্মীয়’র বাড়িতে বেড়াতে এসেছেন এমন কথা বলে ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা করার অভিযোগে একজন কানাডিয়ান মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড কাস্টমস কর্মকর্তারা বলেছেন যে স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) কানাডার ভ্যাঙ্কুভারের থেকে একটি ফ্লাইটে অকল্যান্ড বিমানবন্দরে পৌঁছানোর সময় অভিযুক্ত নারীর বহন করা লাগেজের ভেতর ক্রিসমাস গিফটে ১০.২ কিলোগ্রাম মেথামফেটামিন ড্রাগ পাওয়া যায়। ১০ কিলোগ্রাম মেথামফেটামিন ড্রাগের মূল্য প্রায় ২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।

তবে, ঠিক কি কারণে এতো পরিমাণ মাদক অভিযুক্ত সেই নারী বহন করে নিয়ে এসেছেন, সে ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

/এআই

Exit mobile version