Site icon Jamuna Television

সিরিজ বাঁচানোর লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের আতিথ্য নেবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

টানা ১১ ম্যাচ জয়ের পর সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল। হারের ক্ষত সারতে না সারতেই এক দিনের ব্যবধানে আজ দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। আজ টাইগারদের বোলিং কম্বিনেশনে পরিবর্তন আসতে পারে।

প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করলেও বাংলাদেশ দুই-এক ওভারে ব্যর্থ হওয়াটাই কাল হয়েছে দলের জন্য, এমনটাই মত বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।

২০১৮ ও ২০২২– ক্যারিবীয়তে আগের দুই সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার টাইগাররা ওয়ানডে সিরিজ শুরু করলো পরাজয় দিয়ে। বাংলাদেশ কখনও দেশের বাইরে প্রথম ম্যাচে হারের পর ওয়ানডে সিরিজ জিততে পারেনি। আজ অন্তত জয় দিয়ে সিরিজে সমতা আনার সুযোগ তাদের সামনে।

/এএম

Exit mobile version