Site icon Jamuna Television

শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

চিঠি দেয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী পাঠাতে বলেছে বিএফআইইউ।

শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কি না বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছেন, তা খতিয়ে দেখতেই এ তলব। এছাড়া, এই ট্রাস্টের টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে, সেটাও খতিয়ে দেখা হবে।

/এমএন

Exit mobile version