Site icon Jamuna Television

সিরাজকে জরিমানা, হেডকে শুধু তিরস্কার 

অ্যাডিলেড টেস্টে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় এবার শাস্তি পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, তার নামের পাশে যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

অপরদিকে, অজি টপ অর্ডার ব্যাটারকে কোনো জরিমানা না করলেও তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সিরাজের মতো হেডের নামের পাশেও যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেয়া রায় মেনে নিয়েছেন দুজন ক্রিকেটারই। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম শাস্তি পেলেন হেড ও সিরাজ।

উল্লেখ্য, অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর হেডকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন সিরাজ। চলে যাওয়ার সময় সিরাজকে কিছু একটা বলেন অজি ব্যাটার। সিরাজও রাগের প্রতিক্রিয়া দেখান।

/এএম

Exit mobile version