Site icon Jamuna Television

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের অস্থায়ী উদ্যোগের পরিকল্পনায় এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপাচার্যের সম্মেলন কক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন চুক্তিতে সই করেন।

কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে আবাসিক সুবিধা পাবেন।

এই প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব নির্মাণ করা হবে। যেখানে ১০০টি কম্পিউটার থাকবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য থাকবে আইইএলটিএস প্রস্তুতিমূলক প্রশিক্ষণ। প্রথম বছর প্রতিটি শিক্ষার্থীকে ব্র্যান্ড স্কোর ৭ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়াও থাকবে সফট স্কিল, নেতৃত্বগুণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম। চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।

/এমএইচ

Exit mobile version