Site icon Jamuna Television

আইনজীবী আলিফ হত্যা মামলায় চার আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চারজন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এই আদেশ দেন। আসামিদের মধ্যে রিপন দাসকে ৫ দিন এবং বিশাল দাস, আমান দাস এবং রাজীব ভট্টাচার্য্যকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে এই চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৬ ডিসেম্বর আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ৭ দিন এবং রিপন দাসকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। এই মামলাগুলোতে এখন পর্যন্ত ৪০ জন গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে হত্যা মামলায় ১০ জন গ্রেফতার হয়েছেন।

/আরএইচ

Exit mobile version