Site icon Jamuna Television

বাংলাদেশ ম্যাচে অসদাচরণ, শাস্তি পেলেন জোসেফ

ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে এ সাজা দেয়া হয়েছে তাকে। সঙ্গে পেয়েছেন একটি ডি মেরিট পয়েন্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডে শুরুর ঘণ্টা দেড়েক আগে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জোসেফের শাস্তির কথা জানায় আইসিসি।

ঘটনাটি বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগের। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। খেলা শুরুর আগে জোসেফ স্পাইকসহ জুতা পরা অবস্থায় পিচের উপর হাঁটাহাঁটি করেন। ম্যাচের দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার তাকে পিচের ওপর হাঁটতে নিষেধ করেন। ওই ঘটনায় তিনি আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান এবং আগ্রাসী ও বাজেভাবে কথা বলেন।

তার বিরুদ্ধে তাই আচরণবিধির লেভেল-১ পর্যায়ের ধারা ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারির কাছে ডানহাতি এই পেসার দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

উল্লেখ্য, আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আলজারি জোসেফকে একাদশে রাখেনি উইন্ডিজ। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডেব্যুট্যান্ট পেসার মার্কিনো মিন্ডলি।

/এএম

Exit mobile version