Site icon Jamuna Television

ছড়িয়ে পড়া ‘শিবিরের কমিটি’তে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন। ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি দারুণ সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সামাজিকমাধ্যমেও বেশ সরব এই নায়িকা।

মাঝে মাঝে রাজনৈতিক পরিচয়ে বেশ কিছু তারকার নাম উঠে আসে। এবার সেই কাতারে যুক্ত হলো নায়িকা পূজা চেরির নাম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে– বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা পুরোপুরি মিথ্যা ও ভুয়া তথ্য। এ নিয়ে কথা বলেছেন ‘দহন’ খ্যাত এ নায়িকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাতটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন– মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের কৌতূহল থাকে তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমাটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার পর্যায়ে থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা উচিত না, যেটা জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

ঢাকাই সিনেমার নায়িকা আরও লেখেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকে সম্মান করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

/এএম

Exit mobile version