Site icon Jamuna Television

মাশরাফীকে অধিনায়ক করে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

মাশরাফী বিন মোর্ত্তজাকে অধিনায়ক করে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বিকেএসপিতে উইন্ডিজ একাদশের বিপক্ষে মাঠে নামবে মাশরাফীর বিসিবি একাদশ।

হাত ও সাইডস্ট্রেইন ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠের ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। এরই মধ্যে পুরোদস্তর অনুশীলন করেছেন টাইগার ওপেনার। এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ অক্টোবর শেষ ওয়ানডে খেলার পরই বিশ্রামে আছেন অধিনায়ক মাশরাফী। প্রস্তুতির ঘাটতি মেটাতেই মাশরাফী-তামিমকে দলে রেখেছেন নির্বাচকরা।

১৩ সদস্যের স্কোয়াডে আছেন- সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন আর রুবেল হোসেনও। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ আরিফুল হক, নাজমুল অপুও খেলবেন এই ম্যাচ। তাদের সঙ্গী হবেন অনূর্ধ্ব ১৯ দলের তৌহিদ হৃদয়, আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী আর শাহিন আলম।

Exit mobile version