Site icon Jamuna Television

নতুন করে গ্রেফতার দেখানো হলো আনিসুল, ইনুসহ ৮ জনকে

আওয়ামী লীগ আমলের ৮ সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ, সেনা কর্মকর্তা ও সচিবকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর কাফরুল, যাত্রাবাড়ী, মতিঝিল, নিউ মার্কেট, বনানী থানার পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তাদের গ্রেফতার দেখানো হয়।

তাদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কর্নেল ফারুক খান, শমসের মুবিন চৌধুরী ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।

এদিকে, ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

/এএস

Exit mobile version