Site icon Jamuna Television

ফিল্ম আর্কাইভে আজ বিনামূল্যে দেখা যাবে ৯ স্বল্পদৈর্ঘ্য সিনেমা

তরুণ ৯ নির্মাতার ৯টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিনামূল্যে দেখার দারুণ সুযোগ হচ্ছে দর্শকদের। আজ বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে শর্টফিল্মগুলো মুফতে দেখতে পাবেন দর্শকরা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারের জন্য গঠিত জাতীয় সার্চ কমিটির আয়োজনে এবং জাতীয় ফিল্ম আর্কাইভের সহযোগিতায় এই প্রদর্শনীতে থাকছে ৯টি সিনেমা। প্রদর্শনীর পর দর্শকরা নির্মাতাদের সরাসরি প্রশ্নও করতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের দিন সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলার প্রজেকশন হলে শুরু হবে আয়োজন। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন চলচ্চিত্রগুলোর নির্মাতা ও কলাকুশলীরা।

জানা যায়, আয়োজনে দেখানো হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত মেহেদি হাসান নির্মিত ‘‌আ বোরিং ফিল্ম’, বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বড় কিছু উৎসব ঘুরে আসা আরিক আনাম খানের ‘ট্রানজিট’, বিসিটিআই প্রযোজিত ও আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাব অবলম্বনে নির্মিত দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’, তাসমিয়াহ আফরিন মৌয়ের আলোচিত স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, শাটিকাপখ্যাত নির্মাতা তাওকীর ইসলামের স্বল্পদৈর্ঘ্য ‘আয়না’, গোলাম রাব্বানীর পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’, তরুণ প্রযোজক হাসিব শাকিল প্রযোজিত ও জায়েদ সিদ্দিকী পরিচালিত ‘দাঁড়কাক’ এবং তরুণ নির্মাতা আল হাসিব খান আনন্দ নির্মিত ‘ব্রিদিং ইজ আ গিফট’।

প্রদর্শনীর পোস্টার

এছাড়া, প্রদর্শনীতে বাংলাদেশে প্রথমবারের মতো দেখানো হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে শাহনেওয়াজ খান সিজু নির্মিত ‘নট আ ফিকশন’।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং সিনেমাগুলো উপভোগ করতে কোনো টিকিট কিনতে হবে না।

/এএম

Exit mobile version