Site icon Jamuna Television

শেষ বলে ছক্কা, সিলেটকে হারিয়ে শুভ সূচনা ঢাকার

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শেষ বলে সিলেটকে হারিয়েছে ঢাকা বিভাগ। আজ বুধবার (১১ ডিসেম্বর) উদ্বোধনী দিনে ব্যাটে-বলে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে দু’দল।

সিলেটের দেয়া ২০৬ রানের টার্গেট শেষ বলে ছক্কা হাঁকিয়ে টপকে যায় ঢাকা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট বিভাগ। ২৯ রান করে তৌফিক খান আউট হলেও শতকের দেখা পান জিসান আলম। মাত্র ৫২ বলে ৪ বাউন্ডারি ও ১০ ছক্কায় সেঞ্চুরির দেখা পান তিনি (এর মধ্যে পাঁচটি ছক্কাই টানা পাঁচ বলে!)। শেষ দিকে মাহফুজুর রাব্বির ৩০ রানের ক্যামিওতে ২০৫ রানের বিশাল পুঁজি পায় সিলেট।

বাংলাদেশিদের মধ্যে এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ছক্কার ডাবল ডিজিট ছিল কেবল তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর। ২০১৯ বিপিএল ফাইনালে তামিম ১৪১ রান করেছিলেন ১১ ছক্কা হাঁকিয়ে। পরের বছর মিনিস্টার রাজশাহীর হয়ে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন নাজমুল হোসেন শান্ত। আজ এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই এই রেকর্ডে ভাগ বসালেন জিশান আলম। ৪টা চার, কিন্তু ছয় হাঁকালেন ১০টা।

জবাবে শুরুটা ভালো না হলেও ঢাকার জয়ের পথ তৈরি করেন আরিফুল ইসলাম। মাত্র ৪৬ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই খেলোয়াড়। শেষ দিকে ৬৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শুভাগত হোম। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার হলে ছক্কা মেরে ঢাকা বিভাগের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ শুভাগত।

৮ ছক্কায় ৯৪ রান করে আরিফুল ইসলাম ম্যাচসেরা হয়েছেন।

/এএম

Exit mobile version