Site icon Jamuna Television

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তাকে সামনে রেখে ঢাকার আমেরিকান সেন্টার ও আইক্যান ফাউন্ডেশন একটি ঢাকায় একটি কর্মশালার আয়োজন করে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) আমেরিকান সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

১৬ দিনব্যাপী চলা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মশালা আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের তরুণ, সমাজের বিভিন্ন পেশার মানুষ এবং সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।

ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান কর্মশালাটি পরিচালনা করেন। আর আইক্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গবেষক ও শিল্পী আইরিন খান কর্মশালাটি মডারেট করেন।

এতে মনিরা রহমান বলেন, নারীর প্রতি সহিংসতার অন্যতম মূল ক্ষেত্র হচ্ছে পরিবার। তাই পরিবার থেকেই সচেতনতার প্রচার শুরু করতে হবে। শিশু-কিশোরদের মধ্যে নৈতিক শিক্ষা এবং নারীর প্রতি সম্মানবোধ গড়ে তোলার উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের ওপর জোর দেয়া প্রয়োজন। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন করে তোলা সম্ভব।

আইরিন খান বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে বিদ্যমান আইনগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্যাতনের শিকার নারীদের আইনি সহায়তা দেয়া, তাদের পরিচয় গোপন রাখা এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও ছবি প্রচার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নারীর জন্য সম্পদ ও সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের আর্থিক ক্ষমতায়ন সম্ভব।

/এমএন

Exit mobile version