Site icon Jamuna Television

হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে সম্মান রক্ষার চ্যালেঞ্জ। এই ম্যাচে হারলে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজে সমতা আনার মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৩৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হারে মেহেদী মিরাজের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। এবার তাদের সামনে বাংলাদেশকে ধবলধোলাইয়ের মিশন।

সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬৪ রানের পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরেছিল তামিম ইকবালের দল।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

/এমএইচআর

Exit mobile version